হিজলায় মিষ্টির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হিজলায় মিষ্টির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১২ June ২০২৫ Thursday ৯:১৭:৪২ PM

Print this E-mail this


হিজলায় মিষ্টির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলাইমান সরদার  (৩০)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১২জুন)সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের সদর টেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোলাইমান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের (পূর্বকান্দী) কোলচর গ্রামের বাসিন্দা এবং মোঃ হাবিবুর রহমান সরদারের ছেলে।তিনি টেকের বাজারে শরিফ দেওয়ানের মালিকানাধীন মিষ্টির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়,কাজের সময় দোকানে ঝুলে থাকা বিদ্যুতের ছেড়া তাঁরে অসাবধানতা বশত হাত লেগে সোলাইমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে থাকা  গরম মিষ্টির কড়াইতে পড়ে যায়।

এ সময় দোকানের অন্য কর্মচারীরা দ্রুত উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত.ঘোষণা করেন। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে দালালদের দখলে টিকিট, লঞ্চ-বাসের ভাড়া বেড়েছে কয়েকগুণ

বরিশালে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ‍একদিনে তিন জনের মৃত্যু

২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

আরও ১০ জনের করোনা শনাক্ত

একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৮৮, বরিশালেই ২৬১

Explore More Districts