হিজলায় নারী কেলেঙ্কারি অপবাদে যুবককে পিটিয়ে গুরুতর আহত
১৫ June ২০২৫ Sunday ১০:২৯:৫৪ PM
হিজলা ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় নারী কেলেঙ্কারি অপবাদে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।পরে হিজলা থানা পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে গুরুতর আহত কে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়।কর্মরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে বরিশাল সেবাচিম প্রেরণ করেন। শনিবার রাত ১১ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গৌবিন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কাসেম খুন্না গৌবিন্দ্রপুর গ্রামের ইউনুসের হাওলাদারের ছেলে।ঘটনার প্রেক্ষিতে জানাজায় কাসেমের সাথে একই এলাকার ছাত্তার গাজীর বিবাহিত মেয়ে রিপার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।তাদের অবৈধ প্রেমের মধ্য দূরত্ব হলে গত তিন দিন আগে কাসেম অন্যত্র বিবাহ করেন।ঘটনার রাতে রিপা পরিকল্পিতভাবে কাসেমকে ফোন দিয়ে বাড়িতে আনে।পরে রিপার বাবা ছাত্তার গাজি ও রেজাউল রেজা,কবির,মোমিন সহ কয়েকজনে মিলে এলোপাতাড়ী মারপিট করে। কাসেমের মা বলেন ছাত্তার গাজীর সাথে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।তাই মেয়ে দিয়ে আমার ছেলেকে এভাবে পিটিয়ে আহত করেন। পাল্টা অভিযোগ করে মেয়ের পক্ষ থানায় একটি লিখিত অভিযোগ করেন।সেখানে উল্লেখ করেন কাসেম অনেকদিন যাবৎ রিপাকে বিরক্ত করে আসছে।ঘটনার দিন তাকে ফোন দিয়ে বাসায় আসলে বাবা ছাত্তার গাজি ও তার লোকজন কাসেমকে আটক করে। হিজলা থানার ওসি তদন্ত জাহিদুল আলম বলেন কাসেমকে মারপিটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।সে মামলায় রিপার বাবা ছাত্তার গাজীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।পাল্টা রিপার পক্ষে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
করোনা-ডেঙ্গু: শিক্ষার্থীদের নিয়ে সর্বোচ্চ সতর্ক বরিশাল শিক্ষাবোর্ড
ইসরায়েল হামলা চালিয়ে গেলে পাল্টা আঘাত ‘তীব্র’ হবে, হুঁশিয়ারি ইরানের