৬ June ২০২৫ Friday ১:৪০:৪৮ PM | ![]() ![]() ![]() ![]() |
হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ মো: মাসুদ সরদার (কুট্টি মাসুদ) ৩০ নামে একজন গাঁজা বিক্রেতা ও সেবন কারী আটক করেছে পুলিশ।
জানা যায়, আটক কুট্টি মাসুদ উপজেলা সদর বড়জালিয়া ইউনিয়নের ২ নং শ্রীপুর ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন সরদারের ছেলে।
হিজলা থানা পুলিশ জানায়, আটক কৃত ব্যক্তি অনেক দিন যাবত গাঁজা বিক্রি ও সেবন সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই আরাফাত এর নেতৃত্বে একটি চৌকস দল কুট্টি মাসুদ কে আটক করে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। মামলায় দিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |