হিজলায় অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমানের জাটকা আটক

হিজলায় অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমানের জাটকা আটক

১৫ March ২০২৫ Saturday ৮:৩০:২১ PM

Print this E-mail this


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

হিজলায় অভয়াশ্রম অভিযানে বিপুল পরিমানের জাটকা আটক

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমানের অবৈধ জাটকা ইলিশ আটক করা হয়েছে।

শনিবার বেলা ৩ টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের নেতৃত্বে এস আই রমজান সহ নৌ-পুলিশের একটি চৌকস টিম মেঘনা নদীতে অভিযান করেন।

জানাযায় গত ১ ই মার্চ হতে আগামী দুই মাসের জন্য মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা ক্রয় বিক্রয় পরিবহন মজুদ নিষেধাজ্ঞা জারী করছেন সরকার। কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা সরকারের আইন অমান্য করে মাছ শিকার করে আসছে।

তাই নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দুটি মাছের আড়ৎ এ অভিযান চালিয়ে এ মাছ জব্দ করেন। আটক জাটকা ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের নির্দেশনায় বিভিন্ন এতিম খানা ও গরীব দুস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts