হাসপাতালে ভর্তি না করাতে ডেঙ্গু রোগীর আত্মহত্যার হুমকি, পরে মৃত্যু

হাসপাতালে ভর্তি না করাতে ডেঙ্গু রোগীর আত্মহত্যার হুমকি, পরে মৃত্যু

১১ July ২০২৫ Friday ৬:৫৬:৫৩ PM

Print this E-mail this


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

হাসপাতালে ভর্তি না করাতে ডেঙ্গু রোগীর আত্মহত্যার হুমকি, পরে মৃত্যু

বরগুনার বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. হাসিব খান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি না হতে আত্মহত্যার হুমকি দেয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

নিহত হাসিব খান বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামাল খানের ছেলে।

হাসিবের বাবা কামাল খান জানান, গত ৪ জুলাই ছেলের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তখন হাসপাতালে ভর্তি করাতে চাইলে হাসিব রাজি হয়নি। বরং সে আত্মহত্যার হুমকি দেয়। এজন্য বাধ্য হয়ে বাড়িতে রেখেই চিকিৎসা চলতে থাকে।

তিনি বলেন, ‘বুধবার সকালে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে আমরা দ্রুত তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts