নিজস্ব প্রতিবেদক ॥ পূর্ব শত্রুতার জের ধরে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মডার্ন ক্লিনিকের সামনে হানিফ গাজীকে (৩০) ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হানিফ গাজীর পিতা শহরের বারান্দিপাড়া মেঠো পুকুর পাড় এলাকার আব্দুল মান্নান (৮১) গত রোববার গোলাম মোস্তফা (৩০) নামে একজনকে আসামি করে মামলাটি করেন। মোস্তফা মুড়লী পূর্বপাড়ার শেখ মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ তাকে আটক করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি গোলাম মোস্তফার সাথে হানিফ গাজীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে শত্রুতা চলে আসছে। গত ৭ মে শনিবার বিকেলে হানিফ গাজী অসুস্থ স্ত্রী লাকী খাতুনকে (২৪) চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালের সামনে মর্ডান ক্লিনিকে যান। খাবার পানির প্রয়োজনে স্ত্রীকে ক্লিনিকে বসিয়ে রেখে নীচে পানি সংগ্রহ করতে নামেন। পানি নিয়ে ফেরার পথে ক্লিনিকের সামনেই গোলাম মোস্তফার নেতৃত্বে অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি হানিফ গাজীর গতিরোধ করে জাপটে ধরে। এরপর হানিফ গাজীর বুকে পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে এবং হানিফ গাজীর প্যান্টের পকেট থেকে ৫ হাজার ৮শ’ টাকা কেড়ে নেয়। হানিফ গাজীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে আসামিরা চলে যায়।
এ ঘটনায় হানিফ গাজীর পিতা আব্দুল মান্নান মামলা করলে পুলিশ ঘটনার পরের দিন ৮ মে রোববার গভীর রাতে মুড়লি পূর্বপাড়া থেকে আসামি গোলাম মোস্তফাকে আটক করে।
যশোরকোতোয়ালি থানার এসআই আবুল হাসান জানিয়েছেন, তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।