হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

সোমবার (৫ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। 

এসময় তারা বলেন, অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। 

এতে উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান, জাহাঙ্গীর আলম, মুরাদসহ নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, সেই বিপ্লবীদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়। তাদের দেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপত্তা দিতে হবে। সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। 

Explore More Districts