হালুয়াঘাটে লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

হালুয়াঘাটে লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

সারা দেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের লকডাউন বাস্তবায়নে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ (০১-জুলাই) বৃহস্পতিবার ভোর থেকেই লকডাউন বাস্তবায়নে মাঠে আছেন উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম,সহকারী কমিশনার (ভুমি) মো.তৌহিদুর রহমান, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান প্রমূখ।

অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান তাঁর সহকর্মীদের নিয়ে মাঠে ছুটে বেড়াচ্ছেন। তিনি বলেন,জনগণের সাময়িক অসুবিধা হলেও কিছু করার নেই। জীবন বাঁচাতে একটু কঠোর হতে হচ্ছে।

পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও মাঠে তৎপর। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, হালুয়াঘাট পৌর শহরসহ উপজেলার বিভিন্ন
হাট বাজারে টহল দেওয়া হচ্ছে। মানুষ সচেতন হলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।

Explore More Districts