ময়মনসিংহের হালুয়াঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল নির্মূল ও করোনাভাইরাস পরিস্থিতিতে জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার (০২ জুলাই) বিকেলে উপজেলার শাকুয়াই বাজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. মেহেদি হাসান ও হালুয়াঘাট থানার এএসআই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধকৃত সাড়ে চার কেজি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় বিক্রেতাকে নগদ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হালুয়াঘাটের ধারা বাজার, নাগলা বাজার ও ভাট্টা বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। সেই সাথে জরুরি প্রয়োজনে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতা সাধারণকে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আহবান জানান।