হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার, ৬ লাখ টাকা জরিমানাসহ ১ মাসের কারাদন্ড – দৈনিক আজাদী

হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার, ৬ লাখ টাকা জরিমানাসহ ১ মাসের কারাদন্ড – দৈনিক আজাদী

নিষেধাঞ্জা অমান্য করে এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ছয় ব্যক্তিকে ছয় লাখ টাকা অর্থদন্ড ও ৩০ দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো.শাহেদ আরমান এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়ার সুনিল দাসের ছেলে চান্দু দাশ, ভোলার চরফ্যাশন এলাকার আবদুল খালেকের ছেলে শাহিন মিয়া, একই এলাকার মো.হারুনের পুত্র মো. আমির, ফারুকের পুত্র মো. কবির, ইলিয়াস এর পুত্র মো.শরিফ এবং সালাউদ্দিনের পুত্র মো. কিরণ।

জানা যায়, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করে আসছিলো। ঘটনারদিন বিকালের দিকেও অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার সময় গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত এলাকার অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ছয় জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে একলাখ টাকা করে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় সাথে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এসময় হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শওকত আলী উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ হালদার সংশ্লিষ্ট পাহারাদারগণ সহযোগিতা করেন।

জানতে চাইলে অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মো.শাহেদ আরমান বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ প্রতিবেদককে জানান, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts