হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল – DesheBideshe

হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল – DesheBideshe

হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলতে চায় ইসরায়েল – DesheBideshe

জেরুজালেম, ২১ অক্টোবর – ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার তেল সুলতান এলাকায় সম্মুখ যুদ্ধে প্রাণ হারান সিনাওয়ার। এরপর তার মরদেহটি নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি পরিবহণমন্ত্রী মিরি রেগেভ সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে হস্তান্তরের বদলে পুড়িয়ে ফেলার প্রস্তাব দেন। তার এই প্রস্তাব এখন ভেবে দেখছেন নিরাপত্তা কর্মীরা।

মিরি রেগেভ নিজে এ তথ্য নিশ্চিত করে করে অতি গোঁড়া রেডিও স্টেশন কোল বারামাকে বলেছেন, “আমি মনে করি মার্কিনিরা বিন লাদেনের সাথে যা করেছে, আমাদের ঠিক একই কাজ করা উচিত। আমি মন্ত্রিসভায় এ প্রস্তাব দিয়েছি। বলেছি, কিছু প্রতীক কখনো ফেরত দেওয়া উচিত নয়।”

সিনাওয়ারের মরদেহ হামাসের কাছে ফেরত দিলে এবং সেটি কবরস্থ করলে মানুষের মধ্যে সহানুভূতি কাজ করতে পারে উল্লেখ করে এ দখলদার বলেছেন, “আমি মনে করি কিছু কিছু প্রতীক (মরদেহ) অবশ্যই ফেরত দেওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমরা জানি মধ্যপ্রাচ্যে এবং এই অঞ্চলে যা হয়, সেটি বিবেচনা করে আমি বলব কোনোভাবেই যেন সিনাওয়ারকে কবরস্থ না করা হয়।”

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সেনাদের অভিযানে নিহত হন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। তাকে কবরস্থ করলে কবর কেন্দ্র করে মাজার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ অক্টোবর ২০২৫



Explore More Districts