#নয়াদিল্লি: ইজরায়েল (Israel) আর হমাসের (Hamas) মধ্যে তৈরি হওয়া অশান্তি এবার হিংসাত্মক হয়ে উঠেছে৷ রাতারাতি দু‘পক্ষের মধ্যে হিংসার ঘটনা মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ তাজা আপডেট অনুযায়ি প্রায় ১০০ টি-র কাছাকাছি রকেট দাগা হয়েছে৷ তার জেরে এক ভারতীয়র মৃত্যু হয়েছে৷ এই লড়াইতে এখনও অবধি ৩৫ জন প্যালেস্তানীয় এবং ৩ জন ইজরায়েলি-র মৃত্যু হয়েছে৷
বিবিসি-র রিপোর্ট অনুয়ায়ি সোমবার রাত থেকে ইজরায়েলের পক্ষ থেকে ৩০০ -র বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে৷ সেখানে ইজরায়েলের দাবি এর প্রত্যুত্তরে গাজা -র ১৫০-র থেকে বেশি জায়গায় হামলা চালানো হয়েছে৷ সংবাদমাধ্যমের দাবি হামলায় যে ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে তাঁর নাম সৌম্যা সন্তোষ৷ যিনি সাত বছর ধরে ইজরায়েলের বাসিন্দা৷ খবর অনুযায়ি হামলা চলাকালীন তিনি একটি বাড়িতে এক বৃদ্ধা মহিলার দেখাশোনা করছিলেন৷ তবে এই হামলার ঘটনায় বৃদ্ধা মহিলা বেঁচে গেছেন৷ কিন্তু তাঁর দেখাশোনায় কর্তব্যরত সৌম্যার মৃত্যু হয়ে যায়৷ বৃদ্ধা মহিলা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন৷
রিপোর্ট অনুযায়ি ইজরায়েলের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামাস প্রায় ১৩০ টি রকেট দেগেছে৷ এরই পাশাপাশি জেরুজালেমেও হিংসা ছড়ানো হচ্ছে৷ ইজরায়েল এই হামলা বৃদ্ধির উত্তর দিতে গিয়ে গাজা স্ট্রিপে পাল্টা হামলা চালিয়েছে৷ এই হামলার দরুণ বড় বিল্ডিংগুলিকে নিশানা বানানো হয়৷ হামাস চরমপন্থী বানানো হয়েছে৷ এর দরুণ ৩ আতঙ্কবাদীর মৃত্যু হয়েছে৷
বিশেষত্ব এই যে ২০১৪ -র পর দু‘পক্ষের মধ্যে এখনও অবধি এটাই সবচেয় ঘাত-প্রতিঘাতে ভরা আক্রমণ৷ গাজা স্ট্রিপ নিয়ে দু‘পক্ষের মধ্যে এই লড়াই আন্তর্জাতিক মহলে চিন্তার ভাঁজ ফেলেছে৷ একাধিক দেশ এই হিংসা থামানোর আবেদন করেছে৷ এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেত্যানাহু বলেছেন জেরুজালেমে রকেটে হানা দিয়ে হামাস নিজেদের এক্তিয়ার বহিভূর্ত কাজ করেছে৷ তিনি হামাসের ওপর হামলা আরও বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে৷ বিবিসির খবর অনুযায়ি এবার সংঘর্ষ তখন শুরু হয় যখন জেরুজালেমের প্যালিস্তানিয় পরিবারদের বার করে দেওয়ার হুমকি দেওয়া হয়৷ এরপরেই এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে গণ্ডগোল শুরু হয়৷
Published by:Debalina Datta
First published: