জেরুজালেম, ৩১ আগস্ট – গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। নিজের এক্স অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি।
আবু ওবাইদার মৃত্যুর খবরটি সামনে আসার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন তারা আবু ওবাইদার উপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, আমরা হামাস ও খুনি সংগঠনের মুখপাত্র আবু ওবাইদাকে আঘাত করেছি। আমি আশা করি, তিনি আর আমাদের সাথে নেই, তবে আমি লক্ষ্য করেছি যে হামাসের পক্ষ থেকে এই বিষয়টি স্পষ্ট করার জন্য কেউ নেই।
এদিকে একটি ফিলিস্তিনি সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে, যে আবু ওবাইদা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
এর আগে গতকাল ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এ ছাড়া ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৩ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩১ আগস্ট ২০২৫