হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন? – DesheBideshe

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন? – DesheBideshe

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন? – DesheBideshe

মস্কো, ১৯ এপিল – মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গত ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়া রুশ জিম্মির পরিবারের সঙ্গে দেখা করার পর পুতিন হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের পাশে আছে রাশিয়া। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পুতিন জানিয়েছেন, হামাসের কাছে জিম্মি থাকা সব বন্দীদের মুক্তি নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। তিনি বলেন, ‘আমরা এমন সাফল্য চাই। যারা আজ স্বাধীনতা থেকে বঞ্চিত, আমরা তাদের পাশে থাকবো।’

রুশ নাগরিক ত্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। তবে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি তিনি। পুতিন বলেন, ‘আমারা উচিত হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের আবেদনে তারা মানবিক সাড়া দিয়েছেন, আপনাকে মুক্ত করেছেন। আপনাকে অভিনন্দন। ’

ইসরায়েলের দাবি, গাজা উপত্যকায় ৫৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। তাদের মধ্যে ২৪ জন েএখনো জীবিত বলে নিশ্চিত তারা। অন্যদিকে ইসারায়েলি কারাগারে বন্দী রয়েছে ৯ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৯ এপিল ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন? first appeared on DesheBideshe.

Explore More Districts