হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনতে হবে : রাশেদ খান

হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনতে হবে : রাশেদ খান

হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় আনতে হবে : রাশেদ খান

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে, তিনি এ ঘটনার নির্দেশনা দিয়েছেন কি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নুরসহ আমাদের ওপর যে হামলা হয়েছে, এ হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কি না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।

 

রাশেদ খান বলেন, এবার কিন্তু গণঅধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না। জুলাইয়ের শক্তি, ফ্যাসিবাদবিরোধী শক্তি– সবাই একতাবদ্ধ হয়ে আওয়ামী প্রেতাত্মা, দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা যমুনা ঘেরাও করব। জামায়াত, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ এবি পার্টি সবার উদ্দেশে বলতে চাই, নির্বাচন, সংস্কার, বিচার নিয়ে হাউকাউ করছি। আমরা বিভাজিত হয়ে পড়েছি, এই সুযোগে আওয়ামী ফ্যাসিবাদ জাতীয় পার্টির ঘাড়ে ভর করে ফিরে আসার চক্রান্ত করছে। সুতরাং একতাবদ্ধ হয়ে যৌথ কর্মসূচির মাধ্যমে রাজপথে নামতে হবে। না হলে একে একে সবার ওপরে হামলা করে, তারপর এই সরকারকে সাইজ করে আরেকটি ১/১১ তৈরি করা হবে।

এসময় এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু বলেন, নুরুল হক নুরের অত্যন্ত বিপজ্জনক অবস্থায় চিকিৎসা চলছে। সরকারের কাছে দাবি, বিশেষ বোর্ড গঠন করে যাতে নুরের চিকিৎসা হয়। তিনি যাতে দ্রুত শঙ্কামুক্ত হন। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২৪ ঘণ্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এর সঙ্গে আমরা একমত। তদন্ত করতে ছয় ঘণ্টাই যথেষ্ট। এসময়ের মধ্যে তদন্ত করে আমরা চাই তারা কী পদক্ষেপ নিলেন, সেটা আমাদের জানাবেন।

তিনি আরও বলেন, আসিফ নজরুলের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলেছি। তিনি আমাদের সামনেই প্রশাসনের উচ্চপদস্থ জায়গায় কথা বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। আমরা আশাবাদী তিনি আমাদের দাবিগুলো পৌঁছে দেবেন।

Explore More Districts