হামজাদের নিয়ে যা বললেন শাকিব খান

হামজাদের নিয়ে যা বললেন শাকিব খান

হামজাদের নিয়ে যা বললেন শাকিব খান

বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে তার সিনেমার দাপট। ঠিক এমন সময়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। একদিকে বড়পর্দায় শাকিব, অন্যদিকে সবুজ মাঠে হামজা-সামিতদের পায়ের জাদু—দুই মঞ্চেই চলছে ভিন্ন উন্মাদনা।

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। কাজেই খেলার ফলাফল ছিল নিজেদের জন্য হতাশাজনক। কিন্তু দেশের কোটি ফুটবলপ্রেমীদের উৎসাহ ও আবেগ এই পরাজয়েও যেন হার মানেনি অনেকের মন, তাদের একজন শাকিব খান।

এ নিয়ে এক ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয় – এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।’শাকিবের সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত। খেলার মাঠে বাংলাদেশের ফুটবল দল এবং পর্দার মেগাস্টারের এই একাত্মতা নিয়ে আবেগে জড়ান সকলে।

Explore More Districts