চাঁদপুর পুরানবাজার জাফরাবাদ ছেলেটির খালার বাসা থেকে হারিয়ে যায়। তাহার নাম মোহাম্মদ হাবিব ১৪, এই ছেলেটি হারিয়ে যায় সন্ধান চায় তার পরিবার। জানাযায় গত ২৪/১/২০ ২৫ ইং তারিখে সকাল দশটার সময় মোঃ মোহাম্মদ হাবিব ছেলেটি হারিয়ে যায়। তার পিতার নাম মোহাম্মদ কবির খান ও মাতা মুক্তা বেগম। ফরিদগঞ্জ উপজেলার ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন এর সাত ৪নং ওয়ার্ড ধানুয়া বাজার এলাকার স্থায়ী বাসিন্দা। ছেলেটির তার পরিবার আত্মীয় স্বজনের কাছে গিয়ে অনেক খুঁজা খুঁজি করেও তাকে পাওযা যায়নি। তার গায়ের রং শ্যামলা মুখমণ্ডল গোলাকার চোখের মনি কালো চুলগুলো ছোট ছোট কালো। তার পড়নে ছিলো পরিচ্ছন্ন পোশাক, জলপায় কালারের গেঞ্জি ও নীল রঙের প্যান্ট।
কোন হৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান দিতে পারেন তাহলে অসহায় পরিবারের চিরকৃতজ্ঞ হয়ে থাকবে তার পরিবার। হারিয়ে যাওয়া ছেলেটির মা এবং খালাও মামা এবং পাগল হয়ে খুঁজে। বাবা সৌদি প্রবাসী সেখানে ছেলেটির জন্য বাবা দিনরাত কান্না ভেঙ্গে পড়ছেন এবং বলেন ছেলেটি আমার আদরের একমাত্র ছেলে হাবিব। মহান আল্লাহ পাকের কাছে তিনি ফরিয়াদ করছেন এখানে থাকে কেউ যদি সন্ধান দিতে পারে আমি এবং আমার পরিবার আজীবন ঋণী হয়ে থাকবো।’ এদিকে মা মুক্তা বেগম জানান মাদ্রাসায় পড়াশোনা করতে দিয়েছিলাম পড়াশোনা ঠিকমতো না করার কারণে বাগাদী ইউনিয়নে বাগড়াবাজার এলাকারএকটি দোকানে দিয়েছিলাম সেখানে তিনি কাজ করতো। ওখান থেকে আমার বোন সালমা বেগম এর বাসা পুরান বাজার জাফরাবাদ যায়। পরের দিন সকাল দশটার সময় তাহার বাসা থেকে চাঁদপুর ওয়ারলেস এলাকায় আমাদের বর্তমান বাসার উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু সে আর বাসায় ফেরেনি।
এদিকে হাবিব এর মামা মোহাম্মদ নাসির জানান আমার বোন মুক্তা বেগম এর তিন সন্তানের মধ্যে দুই মেয়ে এক ছেলে এই ভাগিনাটা সবার আদরের ভাগিনাটাকে না পেয়ে আমরা সবাই দিশেহারা হয়ে পড়ছি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না । কোন হৃদয়বান ব্যক্তি যদি তাকে পেয়ে থাকেন। তাহলে আমাদেরকে সন্ধান দিন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব আজীবন। ভাগিনাটা ঠিকমতো পড়াশোনা না করায় বড় হলে খারাপ হয়ে যাবে এই চিন্তা করে। বাগড়া বাজার একটি দোকানে দেয় কাজ শিখার জন্য। দোকান থেকে হাবিব তার খালার বাসায় গিয়ে উঠে। খালার বাসা থেকে নিজ বাসা ফেরার পথে কোথায় যে হারিয়ে যায় আমরা আমাদের আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। কোন হৃদয়বান ব্যক্তি যদি তাহার সন্ধান দিতে পারেন তাহলে আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবো।যদি কেউ সন্ধান পান এই নাম্বারে ফোন দিন মোবাইল নাম্বার ০১৭১-৫৫৪২৮৭৭ যোগাযোগ করতে পারেন এ নাম্বারে ।
এই বিষয়ে ২৮ জানুয়ারি মঙ্গলবার চাঁদপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। যার ডায়েরি নং- ১৭২৮। ছেলেটি পাওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসনসহ আমি সকলের সহযোগিতা কামনা করি।
স্টাফ রিপোর্টার, ২৮ জানুয়ারি ২০২৫