হাতপাখার প্রার্থী ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

হাতপাখার প্রার্থী ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

১৮ April ২০২৫ Friday ১০:০৫:৩৪ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

হাতপাখার প্রার্থী ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি হয়। ২০২৩ সালের সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে বক্তব্য দেন মহানগর ইসলামী আন্দোলনের উপদেষ্টা নাসির আহমেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাবেক আইনবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ আল নাসির, শ্রমিক আন্দোলনের নেতা ফজলুর রহমান ও মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি গাজী রেদওয়ান। আগামীকাল শনিবার বেলা ১১টায় একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে নাসির আহমেদ বলেন, ২০২৩ সালের জুনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন।

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে বিজয়ী ঘোষণা করতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ আবেদন করেন। ওই নির্বাচনের ঘোষিত ফলাফলে তিনি দ্বিতীয় হয়েছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts