হাটহাজারী মাদ্রাসার উস্তাদ মাওলানা আবু আহমদের ইন্তেকাল – দৈনিক আজাদী

হাটহাজারী মাদ্রাসার উস্তাদ মাওলানা আবু আহমদের ইন্তেকাল – দৈনিক আজাদী

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদরাসার উস্তাদ হযরত মাওলানা আবু আহমদ (৬৫) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মাদ্রাসা সূত্রে জানা যায়, মাওলানা আবু আহমদ (রহ.) মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার উস্তাদদের সাধারণ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শেষ দিকে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তিনি মাদ্রাসা ক্যাম্পাসের নিজকক্ষে বিশ্রাম নিতে চলে যান।

পরে তিনার শারীরিক অবস্থার অবনতি হলে এম্বুলেন্স যোগে বেলা ১২ টার দিকে তাকে চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একইদিন এশার নামাজের পর রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকদের জন্য নির্ধারিত কবরস্থান “মাকবারায়ে জামেয়া”তে তাকে দাফন করা হয়।

এদিকে মাওলানা আবু আহমদের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), সদরুল মুদাররেসীন ও শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ (দা.বা.) এবং শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ (দা.বা.)।

শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত লাভের জন্য বিশেষভাবে দোয়া করেন। একই সাথে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মরহুমের তিন ছেলের সকলেই কোরআনে হাফেজ ও আলেম।

Explore More Districts