আজাদী পত্রিকায় নিউজ প্রকাশের পর হাটহাজারীর দুর্ঘটনা কবলিত সেই স্কুলটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন।
সোমবার সকালের দিকে তিনি স্কুলটি পরিদর্শনের সময় সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন জানান, ওই স্কুলটি পরিদর্শন করে প্রাথমিক শিক্ষা অফিসারকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসংগত, গত বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে অদিতি দেবী (৯) ও অজয় দেব নাথ (৮)চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়। আহত অদিতি ওই এলাকার শংকর নাথের এবং অজয় রিটন নাথের সন্তান। ঘটনার পর শিক্ষক ও অবিভাবকরা অভিযোগ তুলেন দুর্ঘটনা কবলিত স্কুল ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল। ঘটনার পর পর শিক্ষকরা তাদের উদ্ধার করে পাশের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে খবর পেয়ে সেদিনই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান এবং জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।