হাজীগঞ্জ উপজেলা-পৌরসভায় ৩৩ হাজার ৬শ শিশু-কিশোরকে টিকা প্রদান : অর্জনের হার ৫১%

হাজীগঞ্জ উপজেলা-পৌরসভায় ৩৩ হাজার ৬শ শিশু-কিশোরকে টিকা প্রদান : অর্জনের হার ৫১%

আবদুল গনি

সারাদেশব্যাপি টাইফয়েড জ্বর প্রতিরোধে ১২ অক্টোবর থেকে মাসব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। হাজীগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ পৌরসভায়- ১ লাখ ১৪ হাজার ৭শ ৬৫ জন শিশু-কিশোরদের টিকা দেয়ার টার্গেট গ্রহণ করেছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্যে- হাজীগঞ্জে ৮৩ হাজার ৭শ ৯৪ জন হাজীগঞ্জ পৌরসভায় ৩১ হাজার ১৬ জন রয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে-গত ২০ অক্টোবর পর্যন্ত ৫ কর্মদিবসে ৩৩ হাজার ৬শ ৬২ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে- হাজীগঞ্জ উপজেলায় ২৬ হাজার ৯শ ৫৭ জন এবং হাজীগঞ্জ পৌরসভায় ৬ হাজার ৭শ ৫ জন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে টিকা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানভীর সাপ্তাহিক হাজীগঞ্জকে ২০ অক্টোবর রাতে মোবাইল ফোনে জানান, হাজীগঞ্জের সকল সুধীজন, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তিত্ব,সমাজসেবক ও স্বাস্থ্যবিভাগীয় কর্মী, পরিবার-পরিকল্পনা মাঠকর্মী,স্কাউট,গার্লস গাই্ড,রেডক্রিসেন্ট সদস্যগণসহ স্ব স্ব এলাকার রাজনৈতিক কর্মীগণ টাইফয়েড জ্বর প্রতিরোধে ১২ অক্টোবর থেকে মাসব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করতে দায়িত্ব পালন করছে।তবে গ্রাম্য কোনো কোনো গুজবে টিকা গ্রহণে বিলম্ব করছে স্থানীয় দু’একজন অভিভাবক।

চাঁদপুরের ৮ উপজেলা ও পৌরসভায় ৮ লাখ ৫ হাজার ২শ ৪৫ জন ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু-কিশোরদের টিকা দেয়ার টার্গেট নিয়ে চাঁ^দপুর জেলার স্বাস্থ্যবিভাগ পরিকল্পনা হাতে নিয়েছে বলে-সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ঠ শাখা থেকে ২৯ সেপ্টেম্বর এ তথ্য জানা গেছে। টাইফয়েড জ্বর প্রতিরোধে ১২ অক্টোবর থেকে মাসব্যাপি টাইফয়েড টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

জেলার ১ হাজার ৭শ বর্গ কি.মি আয়তনের ৮ উপজেলায় ৮৯টি ইউনিয়নের ১ হাজার ৩শ ৬৫টি গ্রামে ৪৯টি ২শ ৯৩টি মাধ্যমিক, ২শ ৬০টি মাদ্রাসা,১ হাজার ১শ ৫৬টি সরকারি প্রাথমিক স্কুল ও ৬শ ১০টি কিন্ডার গার্টেন এবং ৪শ ৫০টি এবতাদেয়ী মাদ্রাসা রয়েছে।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে টিকা গ্রহণ করবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস- ১৫ বছরের কম বয়সী শিশুরা নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। জেলার প্রথমিক পর্যায়ে শিক্ষার্থী রয়েছে- ২ লাখ ৫৮ হাজার।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া সূত্র মতে-চাঁদপুর জেলার সব সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে ৯বম শ্রেণির শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৪ শ ৬ জন। দেশব্যাপি উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করবেন।

সহকারী উপজেলা ও থানা অফিসাররা স্কুল পর্যায়ে কার্যক্রমের তদারকি করবেন বলে সরকারি নির্দেশনা রয়েছে। জেলা, উপজেলা ও থানার কর্মকর্তারা দৈবচয়নের ভিত্তিতে পর্যবেক্ষণ করবেন। প্রধানশিক্ষকরা শিক্ষক ও সহকারী শিক্ষকদের সম্পৃক্তকরণ নিশ্চিত করবেন। শিক্ষকরা রেজিস্ট্রেশন,টিকা গ্রহণ নিশ্চিতকরণ,রোভার স্কাউট নিয়োগ এবং অভিভাবক উদ্বুদ্ধকরণে দায়িত্ব পালন করবেন। রেজিস্ট্রেশন ফরমের তথ্যের সঠিকতা নিশ্চিত করা হবে।

সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে দেশের স্বাস্খ্য বিভাগ। ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস- ১৫ বছরের কম বয়সী শিশুরা নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কর্মসূচিটি বাস্তবায়নো ও উপজেলার পর্যায়ের স্বাস্থ্য কর্মী করছে ।

এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। পাশাপাশি থানা, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে।

২২ অক্টোবর ২০২৫
এ জি

Explore More Districts