হাজীগঞ্জে রাজস্থান শপিং সেন্টার উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক

হাজীগঞ্জে রাজস্থান শপিং সেন্টার উদ্বোধন করলেন ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুরের হাজীগঞ্জে রাজস্থান শপিং সেন্টার উদ্বোধন করলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক। হাজীগঞ্জ মধ্যে বাজারে স্বাচ্ছন্দ্যময় কেনাকাটা ও ক্রেতাদের সাশ্রয়ী দামে মানসম্মত পণ্য সরবরাহের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো রাজস্থান শপিং সেন্টার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ মধ্য বাজার বড় মসজিদের বিপরীতে নবনির্মিত এই শপিং সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহারাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন , হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর শেখ, কানু পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ডা.জহির, বিশিষ্ট ব্যবসায়ী জিয়া, পরিচালক হাজী বাবুল প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ক্রেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক আলী আহমদ জানান, রাজস্থান শপিং সেন্টার সব শ্রেণীর মানুষের জন্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে সরবরাহ করবে। সবাইকে আমাদের এ শপিং সেন্টারে আসার আহবান জানাই।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ৪ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts