হাজারী লেইনে অগ্নিকাণ্ড, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে – দৈনিক আজাদী

হাজারী লেইনে অগ্নিকাণ্ড, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরের হাজারী লে‌ইনে এক‌টি আগরবা‌তির দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শ‌নিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের সময় হাজারী লেইনের আজম প্লাজায় এই ঘটনা ঘটে। তবে চারটি ইউ‌নিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সা‌র্ভি‌স।

ফায়ার সা‌র্ভিসের কন্ট্রোল রুম থেকে জা‌নানো হয় বিদ্যুতের শর্ট সা‌র্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সা‌র্ভিস খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ ৫০ হাজার টাকা।

Explore More Districts