হাজারাবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে গণমিছিল – দৈনিক আজকের জামালপুর

হাজারাবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে গণমিছিল – দৈনিক আজকের জামালপুর

নিজস্ব সংবাদদাতা ; বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন ঐসব পুলিশের বিচারের দাবিতে মেলান্দহের হাজরাবাড়ীতে গত ১০ আগষ্ট শনিবার সন্ধ্যায় গণ মিছিল হয়েছে।
জেলা ছাত্র দলের সদস্য মো. মুছা মিয়ার নেতৃত্বে মিছিলটি স্থানীয় বিএনপি অফিস কার্যালয় থেকে বের হয়ে হাজরাবাড়ী পৌর মার্কেটের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে। এতে ছাত্র দল, যুব দল ,শ্রমিক দলসহ এলাকার নানা পেশাজীবি মানুষ গণ মিছিলে অংশ গ্রহন করেন। এদিকে গত ৪ও ৫ আগষ্ট জেলা ছাত্র দলের সদস্য মো. মুছার নেতেৃত্বে হাজরাবাড়ী পৌর মার্কেটে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি, ছাত্র দল ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিলে অংশ গ্রহন করেন।

The post হাজারাবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে গণমিছিল first appeared on দৈনিক আজকের জামালপুর.

Explore More Districts