সিলেটের হাকালুকি হাওরে মনজুর আহমদ নামে এক রাখালকে হত্যা চেষ্টা করেছে গরু চোর চক্র। এমন অভিযোগ করেছেন কৃষক মনজুর। গত সোমবার (৮ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, প্রতিদিনের মতন হাকালুকি হাওরে গরু চরাতে যান মোঃ মনজুর আহমদ। হঠাৎ তারই গরুকে কয়েকজন মিলে চুরি করতে দেখে তিনি বাঁধা দিতে থাকেন।
একপর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত গরু চোর চক্র তেড়ে আসে এবং ধারালো ছুরি দিয়ে মনজুরকে হত্যার উদ্দেশ্যে কুপাতে থাকে।এসময় প্রাণ বাঁচাতে সজোরে চিৎকার করেন কৃষক মনজুর আহমদ।
তার আর্তচিৎকার শুনে লোকজন দৌড়ে এসে মনজুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে শরীফগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তার অবস্থার অবনতি ঘটলে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।তার মাথায় চারটি সেলাই লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মনজুরের শারীরিক অবস্থার ফের অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসা প্রদান করা হয়।
মনজুর জানান, তিনি একজন নিরীহ কৃষক,তার ২০টি গরু রয়েছে।হামলার সময় তিনি গরু চোরদের চিনতে পেরেছেন। প্রথম হামলাকারী পনাইর চক গ্রামের তোরাই মিয়ার পুত্র রায়হান (৩৫) এবং তার একাধিক সহযোগী ছিলো। তারাই কৃষক মনজুর আহমদকে এলোপাতাড়ি কুপাতে থাকে। আক্রমনের একপর্যায়ে মাটিতে লুটে পড়েন মনজুর। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসা গ্রহণ করছেন।

