হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মাধবকাটি বাজারে বিক্ষোভ মিছিল

হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মাধবকাটি বাজারে বিক্ষোভ মিছিল

আসাদুর রহমান :: সাতক্ষীরায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর,২০২৪) আসর নামাজ বাদ সদরের ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজার মসজিদের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করেন ‘রাসূল প্রেমি তৌহিদী জনতা’।

বিক্ষোভকারী তৌহিদী জনতা মিছিলে ‘বিশ্ব নবীর অপমান, রুখে দিবে মুসলমান’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা:)’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’ সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেয়া তৌহিদী জনতা অভিযোগ করেন, ‘ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের বিজেপি নেতা নিতেশ রানা সমর্থন দিয়েছেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করা মানে মুসলিম উম্মাহর আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.) নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন “সমাজ কল্যান সংস্থা”, সাতক্ষীরা।

Explore More Districts