হবিগঞ্জ হজ্জ-ওমরাহ মুয়াল্লিম ঐক্য পরিষদ গঠন – Habiganj News

হবিগঞ্জ হজ্জ-ওমরাহ মুয়াল্লিম ঐক্য পরিষদ গঠন – Habiganj News

আবদুর রউফ আশরাফ।। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার সকাল দশটায়, হবিগঞ্জ শ্মশান ঘাটস্থ ইসলামিয়া ট্রাভেলসে হজ্জ ও ওমরাহর সেবা দানকারী প্রতিষ্ঠান সমুহের সত্বাধীকারী মুয়াল্লিমদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব মাওলানা ইরফান আলী সাহেবের সভাপতিত্বে
ও মুফতি হাফেজ বশীর আহমদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মাওলানা নাজমুল হোসেন,মাওলানা মুফতি কামরুল ইসলাম শিবলী, মোঃ জসিম উদ্দিন মুরাদ,মোঃ মায়েল ঠাকুর,মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আঃ রশিদ,মাওলানা আশিকুর রহমান, হাফেজ আবেদ আলী, হাফেজ শাহ আলম,হাফেজ আব্দুর রহমান প্রমুখ।

উক্ত সভায় হজ্জ ও ওমরাহ যাত্রীদের সঠিক সেবা প্রদান ও মুয়াল্লিমদের সার্বিক সুযোগ-সুবিধা এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে মাওলানা ইরফান আলীকে আহবায়ক, মোঃ মায়েল ঠাকুরকে যুগ্ম আহবায়ক, মুফতি হাফেজ বশীর আহমদকে সদস্য সচিব এবং উপস্থিত মুয়াল্লিমদেরকে সদস্য করে ১২ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে হবিগঞ্জের সকল এজেন্সি মালিক ও মুয়াল্লিমদেরকে নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। হবিগঞ্জের কোন হজ্জ বা ওমরাহর যাত্রী যাতে সঠিক সেবা পায় এবং কোন ধরনের প্রতারণার শিকার না হন,এ ব্যাপারে সকলে ঐক্যমত পোষণ করেন। পরিশেষে মাওলানা ইরফান আলীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Explore More Districts