মো: নজরুল ইসলাম: বিএফএফ সমকাল আয়োজিত ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।
জেলার মোট আটটি প্রতিষ্ঠানের আটটি দল এ প্রতিযোগিতায় অংশ করে। ফাইনাল পর্বে বাহুবল উপজেলার সেরা প্রতিষ্ঠান সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ের মুকুট অর্জন করে।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দল নেতা মহি উদ্দিন ইফাদ।
বিজয়ী দলের ১ম বক্তা অর্কজিৎ সূত্রধর এবং ২য় বক্তা মোহতাহসিন আহমেদ তানজিম।
আজ শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও সমকাল পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, জুহুরচান বিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর এবং সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরিন হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালেরকন্ঠে হবিগঞ্জ প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজ্জামান।
তাদের এ সফলতার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো:খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবদুল কাইয়ূম, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকগন তাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।