হবিগঞ্জ শহরের খাদ্য গুদামে আগুন – Habiganj News

হবিগঞ্জ শহরের খাদ্য গুদামে আগুন – Habiganj News

হবিগঞ্জ শহরের খাদ্য গোদামে আগুন। গতকাল বুধবার আনুমানিক রাত আটটায় খাদ্য গুদামের ভিতরের পশ্চিমে একটি পরিত্যক্ত ভবনে এই আগুন লাগে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়,  হঠাৎ করে এলাকাবাসী খাদ্য গুদামে ভেতর আগুনের লেলিহান শিখা দেখতে পান। প্রাথমিক অবস্থায় এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টা চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মী কয়েক জন সামান্য আঘাত পেলেও খুব বেশি হতাহত হন নি।

গুদাম কর্তৃপক্ষ জানান,  ঐ ঘরটি পরিত্যক্ত ছিল এবং ঘরটিতে পরিত্যক্ত কিছু কাগজ পত্র ও কিছু বস্তা ছিল। যদি টাকার অঙ্কে বলতে হয় তবে ৩০- ৪০ হাজার টাকার বেশি মূল্য হবে না ক্ষতির পরিমান। অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।

তিনি আরও বলেন, ঘরটিতে বিদুৎ সংযোগ ছিলো না। পরবর্তিতে একটি কমিটি গঠন করে কারণ জানার চেষ্টা করা হবে। আপাতত ধারনা করা হচ্ছে সিগারেট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

Explore More Districts