হবিগঞ্জে ১ কোটি ৭৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ – Habiganj News

হবিগঞ্জে ১ কোটি ৭৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ – Habiganj News

হবিগঞ্জ ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) বিশেষ অভিযানে ১ কোটি ৭৯ লাখ টাকার মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। গত চার দিনে জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (২৮ জুন) বিকেলে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়ার নোয়াহাটি এলাকায় তিনটি পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি সদস্যরা রাস্তার পাশে ওঁত পেতে অবস্থান নেয়। এ সময় একটি ট্রাক বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ট্রাক তল্লাশি করে জব্দ করা হয় মালিকবিহীন ভারতীয় কসমেটিকস, শাড়ি, হিমায়িত গরুর মাংস ও শুটকি। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ১৬০ টাকা।

অন্যদিকে, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার দুধপাতিল ও রাজেন্দ্রপুর বিওপি এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও গুটিবাড়ী বিওপি এলাকায় বিজিবির নিয়মিত অভিযানে আরও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল ভারতীয় গাঁজা (১৫ কেজি), গরু, ফুচকা, চিনি, মশার কয়েল, রাবার এবং একটি বাইসাইকেল। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫১ হাজার ২৫০ টাকা।

জব্দকৃত মালামাল ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছি। সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতেও আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত ৫৫ বিজিবির পরিচালিত অভিযানে মোট ৫ কোটি ৯ লাখ ৪১ হাজার ৫১০ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

Explore More Districts