হবিগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ – নাগরিক ভাবনা “শীর্ষক গোলটেবিল বৈঠক – Habiganj News

হবিগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ – নাগরিক ভাবনা “শীর্ষক গোলটেবিল বৈঠক – Habiganj News

হবিগঞ্জে ” সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ – নাগরিক ভাবনা ” এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টা দিকে হবিগঞ্জ জেলা পরিষদ কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণতন্ত্র শক্তি শালী করণ কার্যক্রমের আওতায় সুশাসনের জন্য নাগরিক – সুজনের জন্য সভাপতি এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননন্দিত সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ সরকার । গণতন্ত্র শক্তি শালী করণ কার্যক্রম বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা সহ-সভাপতি গোলাম রব্বানী , মহসিন চৌধুরী , পার্থ প্রতিম দাস, এডভোকেট আঃ মালেক হৃদয়,জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, প্রিন্সিপাল জহুর আতিকুল ইসলাম সোহাগ , এডভোকেট মনমোহন দেব নাথ,শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক মোঃ আব্দুর রকিব , এডভোকেট ফাতেমা ইয়াসমিন , অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি, মোঃ সিরাজুল ইসলাম , দেওয়ান সোয়েব রেজা, তানভীর হোসেন , ওয়াহিদ উদ্দিন , সাংবাদিক মীর সাজন, ইন্জিনিয়ার আতাউর রহমান , সাংবাদিক শাহ আলম , নাছির উদ্দীন , হোমিওপ্যাথিক চিকিৎসক মহসিন আহমেদ , শামিম আহমেদ , শিরিন আক্তার সোনিয়া , বাহার মিয়া , শেখ সাইদুর রহমান , আফজাল হোসেন , এডভোকেট নুরুল আমীন , জুয়েল আবদুল্লাহ আবির , আতিকুল বারী আওয়াল, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ । ”

সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ ” প্রতিপাদ্য আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা, রাজনৈতিক , শিক্ষা বিদ, আইনজীবী , সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন , গণতান্ত্রিক যাত্রার প্রথম ধাপ হলো সুষ্ঠু নির্বাচন । নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, আস্থা ও জবাবদিহি প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হয়। বৈঠকে বক্তারা আরো বলেন , নির্বাচন কেবল একটি দিনের ঘটনা নয়;এটি একটি কাঠামো বদ্ধ না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে হয়ে পড়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক সমাজের সক্রিয় ।

Explore More Districts