হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি! – Habiganj News

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি! – Habiganj News

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় রোগ নির্ণয়, পরীক্ষা ও ওষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মহামারিতে জীবন ঝুঁকি নিয়ে আমরা সেবা দিয়েছি; কিন্তু এখনো আমরা বৈষম্যের শিকার। দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আমাদের ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছে না।”

 

বক্তারা আরও জানান, দাবি আদায় না হলে ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—প্যাথলজি বিভাগের ইনচার্জ মো. সোহেল রানা, জুয়েল আহমদ, নাজমুল, ফার্মাসিস্ট রিগান আহমেদ, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ চৌধুরী, নিখিল শর্মা, জাহাঙ্গীর আলম, মজিদুল ইসলাম ও মাসুদ আলম প্রমুখ।

Explore More Districts