হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও গানের শিক্ষক বাতিলের দাবিতে স্মারকলিপি – Habiganj News

হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও গানের শিক্ষক বাতিলের দাবিতে স্মারকলিপি – Habiganj News

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি এবং গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা।

 

স্মারকলিপি প্রদানকালে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা লোকমান ছাদী হাফিঃ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মঈনুদ্দিন খান তানভীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল, সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা এবং জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

 

ওলামা মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ জানান, দেশের শিক্ষাব্যবস্থায় ইসলামী নীতিমালা অনুসারে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হলে প্রতিটি বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ করা জরুরি। একইসাথে গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন বাতিলেরও দাবি জানান তারা।

Explore More Districts