হবিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো৷
আজ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম মাসুদুল হক ও সংগীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক।
বক্তব্য রাখেন, প্রথম আলো সিলেট বিভাগীয় কাযালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন কুমারদাশ। স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলোর হবিগঞ্জের নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন।
শিক্ষার্থীদের কেউ এসেছে মা-বাবার সঙ্গে, কেউ বন্ধুর সঙ্গে, আবার কেউ ভাইবোনকে নিয়ে। মিলনায়তন চত্বরে এসে কৃতী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে উপহারসামগ্রী গ্রহণ করে। একে অপরকে কাছে পেয়ে সহপাঠী বন্ধুদের যেন উচ্ছ্বাসের শেষ নেই। এই উৎসবের ক্ষণ একসঙ্গে উপভোগ করার মুহূর্ত মুঠোফোনে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে পড়ে অনেকে। সবার চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলাসদর থেকে সকালে অনুষ্ঠানস্থলে এসেছে সীমা রানী দাস । এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সে। সীমা বলে, ‘খুব ভালো লাগছে। আজ সকালে এ অনুষ্ঠানে আসার জন্য ভোর বেলা তাঁর ঘুম ভেঙ্গে যায়। অনুষ্ঠানে আসবো, আনন্দ করব বা সহপাঠিদের সঙ্গে দেখার টানে মনে এক ধরনের তাগিদ ছিল। যে কারণে এ ঘুম ভেঙ্গে যায়।’ অনুষ্ঠানে ১০ জন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আয়োজনে গুণীজনদের দিকনির্দেশনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্টিত হয়৷ সংবর্ধনায় আসা শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, প্রদান করা হয়৷
এছাড়াও তাদের জন্য ছিলো ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপার (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা উৎসব।