হবিগঞ্জে “জলাবদ্ধতা নিরসনে পুরাতন খোয়াই নদী, পুকুর ও জলাশয় সংরক্ষণে” গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত – Habiganj News

হবিগঞ্জে “জলাবদ্ধতা নিরসনে পুরাতন খোয়াই নদী, পুকুর ও জলাশয় সংরক্ষণে” গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত – Habiganj News

বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উপলক্ষে হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পুরাতন খোয়াই নদী, পুকুর ও জলাশয় সংরক্ষণে গুরুত্ব শীর্ষক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ আয়োজনে বুধবার (৪ মে ) দুপুর ১টায় হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান৷ ধরার সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও ধরার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন,
বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ,সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, বীর মুক্তিযুূ্দ্ধা গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন,সাবেক উপসচিব শেখ ফজলে এলাহি প্রমূখ৷

আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান বলেন – আমি জনগনের সেবা করতে এসেছি৷ আমি জনস্বার্থে কাজ করে যাচ্ছি৷ হবিগঞ্জ শহরকে দেখলে এরা জেলা শহর মনে হয়না৷ পায়জামা শহরখ্যাত হবিগঞ্জ শহরকে আরো প্রসস্থকরন করার আমি উদ্দোগ নিয়েছি৷

হবিগঞ্জের শহরের পুরাতন খোয়াই নদীর দখল উচ্ছেদ করার উদ্দোগ নিয়েছি৷ শীঘ্রই পুরাতন খোয়াই নদীর দখল উচ্ছেদ করে এটাকে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করা হবে৷ তিনি পুরাতন খোয়াই নদীর দখল উচ্ছেদ ও সুতাং নদীর দখল উচ্ছেদ করার জন্য জনসাধারণকে আন্দোলনে নামার জন্য জেলা প্রশাসক আহবান জানান৷

তিনি বলেন, আমি জনগনের জন্য কাজ করে যাবো৷ খালি হাতে এসেছি খালি হাতেই চলে যাবো৷

Explore More Districts