হবিগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল – Habiganj News

হবিগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল – Habiganj News

বিচার, সংস্কার ও পিআর পদ্ধতি চালুসহ মোট ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বাদ আছর শহরে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও হবিগঞ্জ-৩ আসন (লাখাই, হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ) আসনের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল।
সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি জননেতা আলহাজ্ব শামসুল হুদা।

বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট নিরসনে কার্যকর সংস্কার অপরিহার্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা জরুরি।

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শেষে মাওলানা আব্দুল্লাহ আল মামুনের দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Explore More Districts