হত্যার পর ছিনতাই করা অটোরিকশাটি বিক্রি হয় ৮ হাজারে: পুলিশ
১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার ৪:৫০:০৫ অপরাহ্ন
পুলিশের হাতে গ্রেপ্তার পুরাতন মালামাল ক্রয়কারী মেহের চাঁন হাওলাদার।
পিরোজপুরের সদর উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার সকালে পিরোজপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, গ্রেপ্তার কিশোররা পুলিশকে জানিয়েছে ছিনতাই করা অটোরিকশাটি মাত্র আট হাজার টাকায় বিক্রি করেছিল তারা।গ্রেপ্তারদের মধ্যে মেহের চাঁন হাওলাদার (২৩) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে ও পুরাতন মালামাল ক্রয়কারী। অন্য তিনজনের মধ্যে দু’জনের বয়স ১৭ ও অপরজন ১৪ বছর বয়সী কিশোর।পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, গত ১০ অক্টোবর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিকের (১৩) লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ঐ দিনই নিহতের মা লাকি বেগম বাদি হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে।পুলিশ সুপার জানান, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই পূর্বপরিচিত হিসেবে তিন কিশোর অনিকের রিকশায় উঠে এবং শহরের বিভিন্ন স্থানে ঘুরে। সন্ধ্যার পরে তারা অনিককে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায় নিয়ে যায়।
সেখানে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাশের একটি সড়কে নিয়ে অনিককে গলা চেপে হত্যা করে রিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।পরে পাশ্ববর্তী জেলা বাগেরহাটের মহিষপুড়া এলাকায় মেহের চাঁন হাওলাদারের কাছে আট হাজার টাকায় রিকশাটি বিক্রি করে দেয়। চোরাই হওয়ায় মেহের চাঁন রিকশার পিছনের নাম লেখা অংশটি নদীতে ফেলে দেন।পুলিশ সুপার জানান, অনিকের লাশ উদ্ধারের পরপরই পুলিশ এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করে। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি পুলিশ। এবং পিরোজপুর, বাগেরহাট ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। মোহাম্মদ শফিউর রহমান আরও জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। তারা তাদের অপরাধ স্বীকারপূর্বক জবানবন্দী দিয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)