হঠাৎ জরুরি বৈঠকে বিসিবি, জানা গেল কারণ – DesheBideshe

হঠাৎ জরুরি বৈঠকে বিসিবি, জানা গেল কারণ – DesheBideshe

হঠাৎ জরুরি বৈঠকে বিসিবি, জানা গেল কারণ – DesheBideshe

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে অবস্থান করছে। সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগাররা। এমন ম্যাচের দিনে দুপুরে মিরপুরেও গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিল বিসিবির বোর্ড পরিচালকরা। শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দুটা থেকে শুরু হয় বোর্ড কর্তাদের মিটিং। যেখানে প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন নিয়ে।

মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচনটি হবে, সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, তিনজন নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে। তারা দায়িত্বও বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি-প্রক্রিয়াটা কেমন হবে, কখন কিভাবে চিঠি যাবে-এসব বিষয় নিয়ে।’

গেল সপ্তাহে জানা গিয়েছিল আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি। বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা করেছে-

১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট – প্রধান নির্বাচন কমিশনার

২। মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার

৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার।

গেল ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts