পবিত্র হজ সামনে রেখে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম (গ্র্যান্ড মসজিদ) এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এ ব্যবস্থায় মোট এক লাখ ৫৫ হাজার টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে। খবর সৌদি গেজেট ও গালফ নিউজের।
গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ, করিডরসহ পুরো মসজিদই এ শীতলীকরণ ব্যবস্থার আওতায় থাকবে।
ব্যবস্থাটি নির্ভর করে মূলত দু’টি স্টেশনের ওপর। একটি হচ্ছে এক লাখ ২০ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আল-শামিয়া স্টেশন। অন্যটি হচ্ছে ৩৫ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আজিয়াদ স্টেশন। পুরো মসজিদ কমপ্লেক্সকে শীতল রেখে হাজিদের জন্য মাঝারি ও স্বস্তিদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এ দু’ স্টেশন।
উন্নত পরিশোধন প্রযুক্তিগুলো ব্যবহার করে সর্বোত্তম বায়ুর মান নিশ্চিত করে শীতলীকরণ ব্যবস্থাটি।
এতে বাতাস ছড়িয়ে পড়ার আগেই তা’ ৯৫ % জীবাণুমুক্ত হয়ে যায়। এটি হাজিদের পরিষ্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে,বিশেষ করে তীব্র গরমের সময়। কর্তৃপক্ষ সব সময়ই এ শীতলীকরণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে।
৪ জুন ২০২৫
এজি