সয়দাবাদে ৭০ বোতল ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

সয়দাবাদে ৭০ বোতল ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন গেটের ৩০০ গজ পূর্বদিকে ঢাকাগামী মহাসড়ক ট্রাক লেন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ১) মোঃ আজাদ সরকার ওরফে আজাদ হোসেন (৩৯) পিতা মৃত- রইস সরকার গ্রাম- বাঘ হাসলা (পূর্বের গ্রাম দিয়ার শাহাপুর) ২। মোঃ মাসুদ রানা (২৫) পিতা মৃত- আনসারুল খন্দকার গ্রাম- দিয়ার সাহাপুর উভয় থানা- ঈশ্বরদী জেলা- পাবনা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Explore More Districts