চাঁদপুর সদর উপজেলার হাইমচর ফারুকই আজম (র:) আদর্শ দাখিল মাদ্রাসা-২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন—
“সৎ যোগ্য নাগরিক উপহার দেওয়াই মাদ্রাসার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত প্রজন্ম। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করবে এবং পরিবারের পাশাপাশি সমাজ ও দেশকেও আলোকিত করবে। এই প্রতিষ্ঠানের দুর্দিন কেটে গেছে, এখন এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা এই মাদ্রাসা থেকে পাশ করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে সমাজে অবদান রাখবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আলী আকবর এবং আলগী বাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদির এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী সুপার মোঃ বিল্লাল হোসেন ও শিক্ষার্থী মোঃ হাসান মিয়া।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাসান আল মাহমুদ এবং হামদ-নাত পরিবেশন করেন মারুফ হোসেন। শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৫ সেপ্টেম্বর ২০২৫