‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিসিএস প্রশাসন একাডেমির সহযোগিতায় সচিবালয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
১ম সেশনে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার ড. আব্দুল মালেক এবং জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। দ্বিতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সরকারি বার্তা সংস্থা বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। মডারেটর ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোঃ ওমর ফারুক। বক্তব্য দেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।
কর্মশালায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিসিএস প্রশাসন একাডেমির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরামের( বিএসআরএফ) প্রায় দেড় শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন। মূলত সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্যই এ কর্মশালার আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Explore More Districts