১১ September ২০২৫ Thursday ৯:৪৭:২৮ PM | ![]() ![]() ![]() ![]() |
অনলাইন নিউজ ডেস্ক:

বরিশালের বানারীপাড়ায় স্থানীয়দের বাধার মুখে বিশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক ও মুদি দোকানী জাকির হোসেনের বাড়ি থেকে কর্মচারী ইউসুফ আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা বিশারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুদি দোকানী জাকির হোসেনের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউসুফ আলীর (৪৮) লাশ উদ্ধারের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়েন। পরে থানার ওসি মো. মোস্তফা সেখানে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে ইউসুফের লাশ সুরতহাল রিপোর্ট শেষে রাত ১০টার দিকে থানায় নিয়ে আসেন।
বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা যুগান্তরকে বলেন, বিশারকান্দির খাল থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা করছেন। এমন খবর ছড়িয়ে পড়ার কারণে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিসহ কয়েকজন পুলিশ অফিসার সেখানে যান।
এ সময় স্থানীয়রা তাদেরকে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করতে ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে বাধা দেন।
পরে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শান্ত করে ইউসুফের লাশ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শেবামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে থানার মো. মোস্তফা যুগান্তরকে জানান। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও মুদি দোকানের কর্মচারী মো. ইউসুফের ভাতিজা বরকত উল্লাহসহ একাধিক ব্যাক্তি যুগান্তরকে বলেন, বিশারকান্দির মুদি দোকানী জাকির হোসেনের কর্মচারী ইউসুফ আলী প্রতিদিনের মত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে দোকানের কাজে যান। সেখান থেকে তিনি সকাল ১০টার দিকে দোকান মালিক জাকির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতে ভাত খেতে যান। এর ১ ঘণ্টাখানেক পর খলিল নামের এক ব্যাক্তি চাল নিয়ে ওই বাড়ি যান।
এ সময় তিনি পার্শ্ববর্তী খালে ইউসুফকে ভাসতে দেখে ডাকচিৎকার শুরু করে। এ সময় বাড়ির লোকজন এসে খাল থেকে ইউসুফকে তুলে একটি ট্রালারে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান।
সেখানে ডাক্তার না থাকায় তাকে মিয়ারহাট জাহানারা হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা ইউসুফের লাশ বাড়ি নিয়ে যান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |