নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার (২২ আগস্ট) বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টায় হাসপাতাল ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে, সোমবার বিকেলে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এ সময় বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি।
এর আগে, গত ১১ জুন বিএনপি চেয়ারপারসনের হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি রিং বসানো হয়েছিলো।
প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গতবছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।
/এসএইচ