“দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে শুধু আধুনিক প্রযুক্তি সংযোজনই নয়, সেবার মান বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পূর্ব গেইট এলাকায় অবস্থিত এপিক হেলথ কেয়ার শাখা’র প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এপিক হেলথ কেয়ারের মতো প্রতিষ্ঠানগুলো এই যাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এস. এম. আবু সুফিয়ান, ডিরেক্টর আনোয়ার হোসেন, ডিরেক্টর তহমিনা মরিয়ম, তানজিনা কবিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটি জানায়, তাদের চমেক ইস্ট গেইট শাখা গত এক বছরে আধুনিক প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক ও চিকিৎসাসেবা দিয়ে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি বিশেষ ছাড়সহ স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনও পরিচালনা করছে।
এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা রোগীবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলতে কাজ করে যাবে।
এমভি/সিটিজিনিউজ