২৫ May ২০২৫ Sunday ৬:১৯:৪৬ PM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির আদালতে আত্মহত্যা করতে এক গৃহবধূর নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়া ঘটনা ঘটেছে।
রোববার (২৫ মে) দুপুরে আদালতের কার্যক্রম শুরুর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের একটি কক্ষে আসামীর কাঠগড়ায় পাশে এ ঘটনা ঘটে। ওই সময় আদালতের এজলাস কক্ষে বিচারক উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা গেছে, জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার বাসিন্দা আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে তার স্ত্রী নুসরাত জাহান বাদি হয়ে গত ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আল-আমিনকে পুলিশ গ্রপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। রোববার তার জামিন শুনানির দিন ধার্য্য ছিল। আদালতের কার্যক্রম শুরুর কিছু সময় আগে কাঠগড়ায় উপস্থিত স্বামীর সামনেই গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে পুলিশ ও আদালতের কর্মচারীরা তাকে নিবৃত করে।
বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন বলেন, ওই গৃহবধূ তার স্বামী আল-আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তদন্তকারী কর্মকর্তা কয়েকজন আসামীকে অব্যহতির সুপারিশ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ওই গৃহবধূ সেই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। আজ নারাজি শুনানির দিন ধার্য্য ছিল। তার স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়াতে গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |