স্বামীর হাত ধরে বাড়ির পথে ফিরছিলেন হাসনা বেগম। জীবনসঙ্গীর সঙ্গে হাঁটতে হাঁটতে শেষ হয় তাঁর জীবনযাত্রা। স্বামীর সামনেই বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান এই নারী।
রোববার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাসনা বেগম (৫২)। তিনি স্থানীয় বাসিন্দা আতোষ আলির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী হাত ধরে সিলেট–ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি রতন শেখ) বলেন,
“ঘাতক অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।”
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বেপরোয়া গতিতে চলাচল করলেও কোনো নিয়ন্ত্রণ নেই। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।