‘স্বাধীনতা আমরা এনেছি বিরোধী শক্তিকে নৎসাত করতে দেবো না’

ফেনী | তারিখঃ July 20th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 477 বার

শহর প্রতিনিধি->>

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে জেলার যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো দলীয় ভাবে সমাধান কর‍তে হবে। ঐক্যবদ্ধ রাজনীতির মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আওয়ামী লীগ এক থাকলে কারও কোনো সাধ্য নেই দলকে হারাবে। স্বাধীনতা আমরা এনেছি, বিরোধী শক্তি বিএনপি-জামাতকে তা নৎসাত করতে দেওয়া হবে না। যেকোন মূল্যে তা রক্ষার জন্য আমরা কাজ করে যাব।

বৃহস্পতিবার (২০ জুলাই) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের রেডিক্স হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি নূরুল আফসার আপন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। এছাড়াও সভায় সদর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার বলেন, শুসেন যেভাবে সদর থানা আওয়ামী লীগকে গড়ে তুলছে এটি রাজনীতির জন্য উদাহরণ। নির্বাচনকে সামনে রেখে সকলে মিলেমিশে কাজ করতে হবে। ইউনিয়ন ভিত্তিক পরিকল্পনা করে যেখানে আওয়ামী লীগের ভোট কম সেখানে যেতে হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলকে ছোট করে দেখানোর সুযোগ নেই। রাজপথে শক্ত অবস্থানে থেকে মোকাবেলা করার আহবান জানান তিনি।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, একে অপরের সঙ্গে কাদা ছুটোছুটি না করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দলের প্রয়োজনে সবাইকে একযোগে কাজ করতে হবে। নির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে বিনা কারণে কোনো নেতা ফেনী শহরে অবস্থান করতে পারবে না।

এটি নিজাম হাজারীর সিদ্ধান্ত। কাজের জন্য কোনো তদবীর নির্বাচনের আগে করা যাবে না।

তিনি আরও বলেন, আগামী ২৭ থেকে ৩০ জুলাই সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হবে। শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। বঙ্গবন্ধুর ভাষণ সব জায়গায় প্রচার করতে হবে। এছাড়াও সেপ্টেম্বর মাসে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাসহ বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবলীগ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Explore More Districts