স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের বর্ণিল শোভাযাত্রা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের বর্ণিল শোভাযাত্রা

– Advertisement –

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা জুড়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে ও জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বর থেকে সুসজ্জিত ট্রাক নিয়ে এই শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শুরুতে শ্রীবরদী উপজেলা হয়ে, পর্যায়ক্রমে ঝিনাইগাতি, নালিতাবাড়ী, নকলা উপজেলা হয়ে সবশেষ সদর উপজেলায় এসে শেষ হয়। বিকেলে শোভাযাত্রাটি নালিতাবাড়ী উপজেলায় পৌছলে মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল প্রমুখ। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে শোভাযাত্রায় অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হেলেনা পারভীন এর আগে সকালে দিনব্যাপী এই শোভাযাত্রার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ।

জেলা প্রশাসকের কার্যালয়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসকের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ। জেলা প্রশাসন সূত্রে জানা যায় , স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫০টি কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই মুক্তিযোদ্ধাদের এই শোভাযাত্রা। মুক্তিযুদ্ধের সময়কালের বিভিন্ন ছবি আর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি দিয়ে সাজানো ৫টি ট্রাকে ৫০ জন মুক্তিযোদ্ধা শেরপুরের পাচঁ উপজেলায় শোভাযাত্রা করেছেন। প্রতিটি ট্রাকে ছিল ১০ টি করে পতাকা এবং ১০ জন বীর মুক্তিযোদ্ধা । বীর মুক্তিযোদ্ধাদের সুবিধার্থে শোভাযাত্রায় একজন চিকিৎসক ও একটি এম্বুলেন্স এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা বহরে সর্বদা উপস্থিত ছিলেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এস এম নুরুল ইসলাম হিরু বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। সুসজ্জিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি আর পতাকা দিয়ে সাজানো ট্রাকে মুক্তিযোদ্ধারা জেলায় শোভাযাত্রা করছে। জেলা প্রশাসনের এই ব্যতিক্রম উদ্যোগে মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়েছেন। এই শোভাযাত্রার মাধ্যমে আমরা সবাই এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ পেয়েছি।

– Advertisement –

Explore More Districts