স্বাধীনতার পর থেকে জোট-মহাজোটের ঘানি টানছে বরিশাল-৩ আসনের আওয়ামী লীগ

স্বাধীনতার পর থেকে জোট-মহাজোটের ঘানি টানছে বরিশাল-৩ আসনের আওয়ামী লীগ

৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৮:৫৬:১০ অপরাহ্ন

Print this E-mail this


স্বাধীনতার পর থেকে জোট-মহাজোটের ঘানি টানছে বরিশাল-৩ আসনের আওয়ামী লীগ

বাবুগঞ্জ প্রতিনিধি: সুগন্ধা, সন্ধ্যা ও আড়িয়াল খা নদী ঘিরে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন। আসনটিতে স্বাধীনতার পর থেকে কোন আওয়ামী লীগের লোক এখান থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। সকল নির্বাচনেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ভর করে বাবুগঞ্জ-মুলাদী থেকে জোট-মহাজোটের প্রার্থীরা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছেন। কখনও জাতীয় পার্টি আবার কখনও ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা আওয়ামী লীগের সমার্থন নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলের আওয়ামী নেতাকর্মীরা প্রাধান মন্ত্রী শেখ হাসিনার কাছে নৌকার জন্য প্রকৃত আওয়ামী লীগের লোককে মনোনয়ন দেওয়ার জন্য আন্দোলন করে আসছে।

আসছে দ্বাদশ নির্বাচনে ১২ জন আওয়ামী মনোনয়ন প্রত্যাশীর মধ্যে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন কে নৌকার মনোনয়ন দেওয়ায় আশায় বুক বেঁধেছে তৃনমুল পর্যায়ের আওয়ামী লীগ। উজ্জীবিত হয়েছে এ অঞ্চলের আওয়ামী নেতাকর্মী ও সমার্থকরা। বৃহস্পতিবার আওয়ামী মনোনয়ন প্রাপ্ত নৌকার মাঝী খালেদ হোসেন স্বপন এর মনোনয়ন পত্র জমাদানকে কেন্দ্র করে বাবুগঞ্জ-মুলাদীতে নেমে আসে জনতার ঢল। বাবুগঞ্জের ৬ ইউনিয়ন থেকে সকাল থেকে ঢাক-ঢোল পিটিয়ে মিছিলসহ উপজেলা চত্বরে ভীড় করতে শুরু করে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সমার্থকরা। প্রায় ১০ হাজার লোক সমাগম হয় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে। উপজেলা আনাচে কানাচে পরিপূর্ণ হয়ে যায় জনতার ঢলে। উপজেলা চত্ত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের পাদদেশে জনতার উদ্দিশ্যে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী খালেদ হোসেন স্বপন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর সুপারিশে আমাকে নৌকা দিয়েছেন। আমাকে নৌকা দেওয়ার মধ্য দিয়ে আপনাদের দীর্ঘদিনের চাওয়ার প্রতিফলন ঘটেছে। নৌকার সম্মান রক্ষায় আমি আমার জীবন দিতে প্রস্তুত রয়েছি। আমরা স্বাধীনতার পর থেকে জোট মহাজোটের মারপ্যাচে নৌকার প্রার্থী পাইনি। আর জোট-মহাজোটের ঘানি বাবুগঞ্জ- মুলাদীর জনগন আর টানতে চায় না’।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ প্রমুখ। পরে আওয়ামী লীগের সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকগনদের নিয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন খালেদ হোসেন স্বপন।

এর আগে নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মরহুমা শাহান আরা আব্দুলাহর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় বাবুগঞ্জ কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পর থেকে জোট মহাজোটের ঘানি টানছে বাবুগঞ্জ- মুলাদীর আওয়ামী লীগ। এবার সময় এসেছে আওয়ামী লীগের লোককে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts